শনিবার, ১২ নভেম্বর, ২০২২

বাংলাদেশের মন্দির-রতনলাল চক্রবর্তী

লেখক এই গ্রন্থে বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত মন্দিরের প্রতিষ্ঠাকাল, শিল্প নৈপুণ্য, গঠন ও অলংকরণ ইত্যাদির বিস্তারিত বর্ণনা দিয়েছেন। মন্দির নির্মাণে স্থাপত্য ও ভাস্কর্য কর্মে বাংলাদেশের অধিবাসীদের শিল্প নৈপুণ্যের পরিচয় পাওয়া যায়। 




১০০ পাতা 
ফাইল সাইজ : ২৫.১ এম.বি

স্ক্যান, এডিট : DSR


বইটি বাংলা একাডেমী ঢাকা থেকে প্রকাশিত।  পোস্টটি ভালো লাগলে হার্ড কপি সংগ্রহ করুন। 


পি.ডি.এফ কখনোই একটি বইয়ের হার্ডকপির সমতুল্য হতে পারেনা। তাই সুযোগ থাকলে অবশ্যই বইটির হার্ডকপি কিনে পড়ুন। আলীসাহেব বলে গেছেন - বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন