ব্লগ প্রসঙ্গে

২০১২ সালে বইয়ের দুনিয়া গ্রুপ যখন তৈরী হয় তখন ফেসবুকে বাংলা বই সংক্রান্ত গ্রুপ খুব বেশি ছিল না। আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল সমমনস্ক পাঠকদের সাথে আলাপ পরিচয় করা ও ইবুক বিনিময়। পরবর্তীকালে একই উদ্দেশ্যে একটি ফোরামও গঠিত হয়। 

বর্তমানে ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে ইবুক বিনিময়ের বিভিন্ন গ্রুপ রয়েছে।  অত্যন্ত ভালো মানের ইবুক তাতে পাওয়াও যায়।  তাদের মাঝে আরেকটি  না হয়ে আমরা একটু নতুন ভাবে পুনরারম্ভ করতে চেয়েছি। 

আমাদের এই ব্লগটি একটি উন্মুক্ত ই সংগ্রহশালা। যেখানে বাংলা,বাঙালি জীবন, নিয়ে বিভিন্ন ই- বই তুলে ধরা হবে। 

বাংলা ও বাঙালি নিয়ে যেকোনো আলোচনা , ইতিহাস , প্রবন্ধ, স্মৃতিচারণ এই ব্লগের মূল উপজীব্য। বাংলার ইতিহাস নিয়ে কিছু হিস্টোরিক্যাল ফিকশন এতে স্থান পেলেও সচেতন ভাবে আমরা অন্যান্য বিষয়ের ফিকশন ও নন ফিকশন বইগুলির বিনিময় করা থেকে বিরত থাকব। কমপক্ষে পাঁচ বছর আগে প্রকাশিত হয়েছে এমন বই'ই ব্লগে পোস্ট করা হবে। 

বিভিন্ন দুষ্প্রাপ্য ও অপ্রচলিত বই পাঠকদের গোচরে আনার জন্য আমাদের এই প্রয়াস।  এতে কোনও ব্যবসায়িক উদ্দেশ্য নেই। 

আমাদের ফেসবুক গ্রুপ :  বইয়ের দুনিয়া

আমাদের ফেসবুক পেজ : বইয়ের দুনিয়া গ্রুপ

আমাদের টেলিগ্রাম গ্রুপ :  https://t.me/+lAsC8IyIHF9iMDM9