বইটি থেকে সত্যজিৎ রায় সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যায়। লেখক বহুদিন সত্যজিৎ রায়ের সান্নিধ্যে কাটিয়েছিলেন। এই বইতে সত্যজিতের সঙ্গে কাটানো নানা মুহূর্তের স্মৃতিচারণ রয়েছে। সত্যজিৎ রায় একজন বহুমুখী ব্যক্তিত্ব। বিভিন্ন আঙ্গিক থেকে তাঁকে বোঝার চেষ্টা বাঙালি আজও করে চলেছে। এই বইটি যে সেই প্রচেষ্টার পালে হাওয়া হালে পানি দেবে তা নিশ্চিত ভাবেই বলা যায়।
২০৫ পাতা
স্ক্যান , এডিট : DSR
হার্ডকপি: অংকুরীকা গ্রন্থাগার, মীরাবাজার , পলাশী , নদীয়া
:: ডাউনলোড করুন ::
:প্রকাশক :
এম সি সরকার এন্ড সন্স প্রায়ভেট লিমিটেড
:প্রকাশকের ঠিকানা :
১৪ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট , কলকাতা ৭০০০৭৩
অনেক সত্যজিৎ গবেষকদের মতে এই বইটি সত্যজিৎ রায়কে জানার জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ বই। যদিও সোনা যায় এটি বর্তমানে আউট অব প্রিন্ট। পুনঃমুদ্রণ শুরু হয়েছে কিনা জানা যায়নি। এমন বইয়ের হার্ডকপি সবসময় আগ্রহী পাঠকের বইয়ের তাকে থাকা উচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন