শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

মাইকেল - শিশিরকুমার দাস

মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে নব্যরীতি প্রবর্তনের কারণে তাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করা হয়।

শিশিরকুমার দাস স্বল্প পরিসরে অত্যন্ত সুখপাঠ্য ভাষায় মাইকেল মধুসূদন দত্তের জীবনকে তুলে ধরেছেন।


৬৫ পাতা 
ফাইল সাইজ : ৩.৫ এম বি 
হার্ডকপি স্ক্যান এডিট : ডি.এস.আর 


প্যাপিরাস থেকে প্রকাশিত এই জীবনী সিরিজে দিকপাল লেখকেরা সহজ ভাষায় দেশ বিদেশের নানা মনীষীদের জীবন চর্চা করেছেন। এই সিরিজের বইগুলো তাই অবশ্যপাঠ্য। 

## প্রকাশক ও মুদ্রাকরের ঠিকানা ##


################


 

পি.ডি.এফ কখনোই একটি বইয়ের হার্ডকপির সমতুল্য হতে পারেনা। তাই সুযোগ থাকলে অবশ্যই বইটির হার্ডকপি কিনে পড়ুন। আলীসাহেব বলে গেছেন - বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন