শনিবার, ১৬ মার্চ, ২০২৪

গ্রাম-গঞ্জের গাছগাছড়া - ড. রবীন্দ্রনাথ সর

প্রাণময় পৃথিবীতে মানুষের আগেই এসেছে নানা ধরনের গাছপালা। এই গাছগাছড়া থেকে আদিমকাল থেকে মানুষ খাদ্য, বস্ত্র, ঔষধ, বাসস্থানের উপকরণ সমূহ সংগ্রহ করেই চলেছে। গাছের স্নিগ্ধ-সুশীতল ছায়া যেমন পাই, তেমনি পাই নৈসর্গিক আনন্দও। গাছপালাকে ঘিরে বহু কাব্য কাহিনি ও রচিত হয়েছে। হাজার হাজার প্রজাতির গাছপালার গঠন-প্রকৃতি, বংশবিস্তার পদ্ধতি, বাসস্থান, জীবনযাপন প্রক্রিয়া কতই না বিস্ময়কর, কত বৈচিত্র্যময়। এর কতটুকুই বা আমাদের জানা।

আলোচ্য বইটিতে গ্রাম-গঞ্জে পাওয়া যায় এমন ছোট বড় কয়েকটি গাছের কথা আলোচনা করার প্রয়াস নেওয়া হয়েছে। এদের স্থানীয় নাম, আকার-আকৃতি, পাতা-ফুল-ফল বীজের কথা; বিন্যাস, বিস্তার ও বাসস্থান সম্বন্ধে যেমন কিছু জানা যাবে, তেমনি জানা যাবে এই সব উদ্ভিদের রাসায়নিক উপাদান ও ভেষজগুণের কথাও। বইটি বিভিন্ন স্তরের ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষ ও প্রকৃতিপ্রেমীদের অবশ্যপাঠ্য।



১৫৯ পাতা 
ফাইল সাইজ : ৪৭.৩ এম বি 
হার্ডকপি, স্ক্যান, এডিট : DSR 



বইটি দে'জ পাবলিশিং থেকে প্রকাশিত হয়। আগ্রহী পাঠক ও প্রকৃতিপ্রেমীদের জন্য বইটি অবশ্যপাঠ্য। আজই  হার্ডকপি সংগ্রহ করুন।  

পি.ডি.এফ কখনোই একটি বইয়ের হার্ডকপির সমতুল্য হতে পারেনা। তাই সুযোগ থাকলে অবশ্যই বইটির হার্ডকপি কিনে পড়ুন। আলীসাহেব বলে গেছেন - বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন