শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

কর্মাটাঁড়ে বিদ্যাসাগর: ডাঃ প্রশান্ত কুমার মল্লিক

অবিশ্বাস্য হলেও সত্য 'করুণাসাগর'-এর ব্যক্তিগত জীবন ছিল অকরুণ, আনন্দহীন ও আত্মক্ষয়ের স্মৃতিতে বিধুর। তাঁর জীবনকালে দেশবাসী তাঁকে প্রাপ্য মর্যাদা দেয়নি, এমনকী নারীশিক্ষা, বিধবা বিবাহ প্রবর্তন বা বহুবিবাহ রোধে তাঁর উৎসাহ, স্বেচ্ছাচারী, কুসংস্কারবদ্ধ ও পশ্চাৎপদ সমাজের সনাতনপন্থী অভিভাবকবৃন্দ ধর্মনাশের সমগোত্রীয় অপরাধ বিবেচনা করে তাঁকে প্রহার ও প্রাণহানি ঘটানোর চক্রান্ত পর্যন্ত করেছিল। পরিবার-পরিজন, নিজের পুত্র ও বীরসিংহের পল্লীবাসীবৃন্দও তাঁকে বহুভাবে লাঞ্ছিত ও অপমানিত করেছে। ফলশ্রুতিতে, এই কর্মী মানুষটি আশাহত ও উদ্যমহীন হয়ে তথাকথিত সভ্যসমাজের অর্বাচীন মুখরতাকে নমস্কার জানিয়ে সুদূর কর্মাটাড়ে স্বেচ্ছা নির্বাসন ও আত্মক্ষয়কেই বেছে নেন। বোঝা যায় বেদনা ও রোদন কী গভীর ও আক্রমণ কী তীব্র হলে, অহর্নিশ সমাজ, শিক্ষা ও জনকল্যাণের কাজে নিবেদিত একটি মানুষ তাঁর স্বরচিত ভালোবাসার বৃত্তকে বিদায় জানিয়ে আদিবাসী সম্প্রদায়ের সরল নৈকট্যে সান্ত্বনা খুঁজে পেতে সচেষ্ট হন। যাঁদের মধ্যে লোভ, হিংসা, দ্বন্দ্ব ছিল না, দারিদ্রকে যারা বরণ করে নিয়েছিল সহজাত সহিষ্ণুতায়, সেই আদিবাসী সম্প্রদায়ের কাছে থেকেই জীবনের অবশিষ্ট দিনগুলির আনন্দ আহরণ করেছিলেন তিনি নিজের হৃদয় দুয়ার উন্মুক্ত করে।





হার্ড কপি , স্ক্যান, এডিট : DSR 
পাতার সংখ্যা : ৮১
ফাইল সাইজ : ১৭ এমবি  


বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় বিদ্যাসাগর স্মৃতিরক্ষা কমিটি, কর্মাটাঁর, ঝাড়খন্ড থেকে। 
বর্তমান সংস্করণটি প্রকাশ করেছেন লেখক নিজেই। 
:: প্রাপ্তিস্থান ::
আদি পাল ব্রাদার্স , কেকে মিত্র রোড , বারাসাত (০৩৩ ২৫৮৪ ২৩৫২)
আসানসোল পুস্তকালয়, লাহা লেন, আসানসোল -১ (০৩৪১ ২৩১৪৮৩৮)
বিদ্যাসাগর অতিথিশালা, কর্মাটাঁর, ঝাড়খন্ড (৮২৩৫৬৯৮১২৪)

বিদ্যাসাগরের শেষ জীবন সম্পর্কে জানতে এই তথ্য সমৃদ্ধ বইটি যথেষ্ট প্রয়োজনীয় ও সংগ্রহযোগ্য। 





পি.ডি.এফ কখনোই একটি বইয়ের হার্ডকপির সমতুল্য হতে পারেনা। তাই সুযোগ থাকলে অবশ্যই বইটির হার্ডকপি কিনে পড়ুন। আলীসাহেব বলে গেছেন - বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন