রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

কথার আড়ালে কথা - অমল পাল

আমরা প্রতিদিন কত কথাই বলে থাকি। নানারকম শব্দ, প্রবাদ-প্রবচন ইত্যাদি দিয়ে গাঁথা সেইসব কথার আড়ালে কখনো লুকিয়ে থাকে পুরাণ বা ইতিহাসের কোনো টুকরো, কখনো কোনো কাহিনি বা ব্যক্তিপ্রসঙ্গ, কখনো বা বাতিল হয়ে-যাওয়া কোনো পুরোনো অর্থ। বাংলা ভাষার আনাচে-কানাচে ছড়িয়ে আছে এমন অনেক কথা। আমরা সেদিকে খেয়ালও রাখি না। কথার আড়ালে লুকিয়ে-থাকা সেইরকম কিছু কথাকে সামনে নিয়ে আসার চেষ্টা থেকে তৈরি হল এই বই। ভালো লাগবে, যদি ভালো লাগে পাঠকের।  - (লেখক ) 





২০৭ পাতা 
ফাইল সাইজ : ৬ এম বি 
হার্ডকপি , স্ক্যান , এডিট : DSR 

বাংলা ভাষায় প্রকাশিত অত্যন্ত সুখপাঠ্য বইগুলোর মধ্যে এটি একটি।  কিন্তু খুব বেশি পাঠক এই বয়ের কথা জানেন না এবং এই বই নিয়ে খুববেশি আলোচনা হতে দেখা যায়না। প্রবাদ প্রবচন ও তার আড়ালের ইতিহাস বহু পাঠকের আগ্রহের বিষয়।  বইটি বর্তমানে আউট অব প্রিন্ট কিনা জানা নেই।  না হলে আগ্রহী পাঠক  অবশ্যই সবার পড়ার উপযোগী এই বইটি সংগ্রহ করুন 


: প্রকাশক :

লালমাটি 

: প্রকাশকের ঠিকানা :

নিমাই গরাই

লালমাটি প্রকাশন

৩ শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা ৭০০০৭৩

ফোন : ০০৩ ২২৫৭ ৩৩০০ / ৯৮৩১0২৩৩২২


পি.ডি.এফ কখনোই একটি বইয়ের হার্ডকপির সমতুল্য হতে পারেনা। তাই সুযোগ থাকলে অবশ্যই বইটির হার্ডকপি কিনে পড়ুন। আলীসাহেব বলে গেছেন - বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন