শনিবার, ৩ জুন, ২০২৩

মেঘলোকের দেশে - নারায়ণ সান্যাল

নারায়ণ সান্যাল জীবনে প্রথমবার দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন ১৯৫১ সালের অক্টোবর মাসে। ৯ অক্টোবর, মহানবমীতে কলকাতা থেকে রওনা দিয়ে দিন পনেরোর ছুটি কাটিয়ে আসেন দার্জিলিং পাহাড়ে। এই বই লেখকের জাদু কলমে তাঁর প্রথম দার্জিলিং ভ্রমণের কাহিনী। 



৬৪ পাতা 
ফাইল সাইজ : ৩ এম বি

হার্ডকপি, স্ক্যান, এডিট : ডি. এস. আর 


২০১০ সালে লালমাটি থেকে প্রথম প্রকাশিত হওয়ার পরে বইটির নতুন কোনো সংস্করণ প্রকাশিত হয়েছে কিনা জানা যায়নি।  নারায়ণ সান্যালের লেখার অমোঘ আকর্ষণ এই বইয়ের পাতায় পাতায়।  পাঠকেরা তাই অবশ্যই হার্ডকপি কিনুন। 

প্রকাশকের ঠিকানা 

৫/১ শ্যামাচরণ দে স্ট্রিট কলকাতা ৭০০ ০৭৩ 

টেলিফোন:  ৯৮৩১০২৩৩২২

পি.ডি.এফ কখনোই একটি বইয়ের হার্ডকপির সমতুল্য হতে পারেনা। তাই সুযোগ থাকলে অবশ্যই বইটির হার্ডকপি কিনে পড়ুন। আলীসাহেব বলে গেছেন - বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন