শনিবার, ২৭ মে, ২০২৩

কলকাতার রাজকাহিনী-পূর্ণেন্দু পত্রী

যে কলকাতাকে আমরা অনেকদিন আগে পিছনে ফেলে এসেছি, তার ভিতর থেকে বেছে-নেওয়া ৬টি চরিত্রকে নিয়ে এই বই। এদের মধ্যে ৫ জন হলেন রাজা। আর একজন হলেন রাজকুমার। পূর্ণেন্দু পত্রীর কলমে ইতিহাসের বাসি গল্প হয়ে উঠেছে ফলের মতো তাজা। বাংলা শিশুসাহিত্যের অল্প যে ক'টি বইকে আমরা বলতে পারি—‘অপূর্ব”, এ-বই তাদের মধ্যে অন্যতম। 



৭০ পাতা 
ফাইল সাইজ : ১৫ এম. বি 
হার্ডকপি, স্ক্যান, এডিট : ডি এস আর 


বইটির যে সংস্করণটি পিডিএফ করা হয়েছে সেটি আনন্দ পাব্লিশার্সের হলেও পূর্ণেন্দু পাত্রীর কলকাতা বিষয়ক এই বইগুলির বর্তমান প্রকাশক দে'জ পাবলিশিং। বর্তমানে ওনার ছোটদের জন্য লেখা কলকাতা বিষয়ক বইগুলো একত্রে একটি সংকলন গ্রন্থও বের হয়েছে দে'জ থেকেই।
কলকাতা ও কলকাতার ইতিহাস নিয়ে আগ্রহীদের কাছে এই বই অবশ্যপাঠ্য ও সংগ্রহযোগ্য।



পি.ডি.এফ কখনোই একটি বইয়ের হার্ডকপির সমতুল্য হতে পারেনা। তাই সুযোগ থাকলে অবশ্যই বইটির হার্ডকপি কিনে পড়ুন। আলীসাহেব বলে গেছেন - বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন