স্বনামধন্য আঞ্চলিক ইতিহাস গবেষক মোহিত রায়ের নদীয়া বিষয়ক বইগুলো নদিয়ার ইতিহাস চর্চায় খুবই গুরুত্ত্বপূর্ণ সংযোজন। এই বইটিতে লেখক পুরোনো চিঠি, অঙ্গীকারপত্র, দলিল দস্তাবেজ থেকে প্রাচীন নদিয়ার সমাজ জীবনকে চিত্রিত করার চেষ্টা করেছেন। এই ধরণের আঞ্চলিক ইতিহাসের বইগুলি রাজা রাজরার, মহাপুরুষদের অথবা কোনো বড় ঘটনার বর্ণনার বদলে তৃণমূল স্তরের মানুষের কথা বলে। এমন অনেক নামের উল্লেখ পাওয়া যায় বৃহত্তর ক্ষেত্রে ব্যক্তিগত ভাবে যাদের বিশেষ অবদান নেই। ইতিহাসের পাতায় তাঁরা কখনোই স্থান পাবেন না কিন্তু এই ধরণের প্রয়াস তাঁদের জীবনকথা পুরোপুরি মুছে যেতে দে না।
৮৬ পাতা
ফাইল সাইজ : ৪ এম. বি.
স্ক্যান এডিট : ডি. এস. আর
হার্ডকপি :- অংকুরীকা গ্রন্থাগার, পলাশী, নদীয়া
::: ডাউনলোড করুন :::
পুস্তকবিপনী থেকে প্রকাশিত এই বইটি বহুদিন আউট অব প্রিন্ট। নদীয়া জেলা ও আঞ্চলিক ইতিহাস নিয়ে আগ্রহী পাঠকেরা এই বইটি থেকে সেকালের নানা কথা জানতে পারবেন। পুরোনো বইয়ের দোকানে কখনো হার্ডকপি চোখে পড়লে অবশ্যই সংগ্রহ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন