শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

আমাদের শান্তিনিকেতন - মহাশ্বেতা দেবী

মহাশ্বেতা দেবী নিজের জীবনের বোধোদয়ের প্রথম প্রহর কাটিয়েছিলেন শান্তিনিকেতনে, সেটা ছিল রবীন্দ্রনাথের জীবনেরও শেষ দশক। দীর্ঘকাল পরে নিজের জীবন-স্মৃতিতে উজ্জ্বল শান্তিনিকেতন-এর স্নিগ্ধ সুন্দর ছবি এঁকেছেন বাংলা কথাসাহিত্যের প্রখ্যাত লেখিকা। খুব স্বাভাবিক বলে একাধিক বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে একইরকম গুরুত্ব পেয়েছে সেই, সময়ের শান্তিনিকেতনের পরিবেশ ও প্রকৃতি। নিজের বালিকা কিশোরী বয়সের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা ঘটনার সঙ্গে অনিবার্যভাবে মাঝে মাঝেই এসে পড়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ।





আমাদের শান্তিনিকেতন একাধিক অর্থে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য স্মৃতিকথার মধ্যে স্থান করে নিয়েছে।

১১৩ পাতা
ফাইল সাইজ : ১০ এম বি 
হার্ডকপি : অর্ণব দাস 
স্ক্যান , এডিট : DSR 


বইটির প্রকাশক:  মুদ্রাকর 
প্রকাশকের ঠিকানা : ১৮এ রাধানাথ মল্লিক লেন, কলকাতা ১২

অসাধারণ এই স্মৃতিকথার হার্ড কপি অবশ্যই সংগ্রহ করুন





পি.ডি.এফ কখনোই একটি বইয়ের হার্ডকপির সমতুল্য হতে পারেনা। তাই সুযোগ থাকলে অবশ্যই বইটির হার্ডকপি কিনে পড়ুন। আলীসাহেব বলে গেছেন - বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন