শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

অন্তরঙ্গ চারু মজুমদার: অমিত রায় (সংকলক)

ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান চরিত্র চারু মজুমদার। চারু বাবু নকশাল আন্দোলনের পুরোধা পুরুষ ছিলেন। সি পি আই এম এল পার্টি গঠনের মাত্র তিন বছরের মধ্যে তাঁর নাম জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছিল। চারু মজুমদার যখন ধরা পড়েন তখন তার বয়স চুয়ান্ন বছর। দেশে তার মাথার দাম ধার্য হয়েছিল সেই আমলের ১০ হাজার টাকা। ধরা পড়ার মাত্র ১১ দিনের মাথায় পুলিশ হেড কোয়ার্টারের মধ্যেই তার মৃত্যু হয়। তার মৃত্যু আজও রহস্যাবৃত। চারু বাবুর পথ ভুল না ঠিক তা নিয়ে বহু আলোচনা হয়েছে, হবেও কিন্তু তিনি এমন এক মানুষ যাকে কোনোদিনই উপেক্ষা করা যায় না।

এই বইটি লিখিত হয়েছে চারু মজুমদারের সান্নিধ্যে আসা নানা মানুষের স্মৃতিকথার ভিত্তিতে।




৯৪ পাতা
ফাইল সাইজ: ১১ এম.বি.
হার্ড কপি, স্ক্যান, এডিট: DSR


🚩🚩🚩🚩🚩🚩

বইটির প্রকাশক রেডিক্যাল ইম্প্রেশন। এই প্রকাশনী বিপ্লবী আন্দোলনের উপর বেশ কিছু সংগ্রহযোগ্য বই প্রকাশ করেন। 

ঠিকানা: ৪৩ বেনিয়াটোলা লেন, কলকাতা : ৭০০০০৯

ভালো লাগলে দয়াকরে হার্ডকপি কিনুন।

পি.ডি.এফ কখনোই একটি বইয়ের হার্ডকপির সমতুল্য হতে পারেনা। তাই সুযোগ থাকলে অবশ্যই বইটির হার্ডকপি কিনে পড়ুন। আলীসাহেব বলে গেছেন - বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন