প্রবাদ পুরুষ রাজা রামমোহন রায় বাংলার নবজাগণের পথিকৃৎ। আঠারো শতকের শেষার্ধে তাঁর আবির্ভাব বাংলার সমাজজীবনে আশীর্বাদ স্বরূপ। তাঁর দেখানো পথেই পরবর্তীতে হেঁটেছেন বাংলার রেনেসাঁর উল্লেখ্য ব্যক্তিরা। ১৭৭২ সালের ২২ মে অর্থাৎ আজকের দিনে তাঁর জন্ম হয়।
৫৬ পাতা
ফাইল সাইজ: ৩.২ এম বি
হার্ডকপি, স্ক্যান, এডিট: ডি.এস.আর
::: ডাউনলোড করুন :::
প্যাপিরাস থেকে প্রকাশিত জীবনী সিরিজ বাংলার ও বিশ্বের স্মরণীয় ব্যাক্তিদের জানার জন্য অতীব গুরুত্বপূর্ণ গ্রন্থগুচ্ছ।
এই সিরিজের সম্পাদনা করেছেন কবি শঙ্খ ঘোষ। লিখেছেন দিকপাল সব সাহিত্যিকেরা। অল্প পরিসরে অত্যন্ত সুখপাঠ্য এই সিরিজের বইগুলো জানার পিপাসা বাড়িয়ে দেয়। প্রত্যেক বাঙালি পাঠকের কাছে এই বইগুলো থাকা প্রয়োজন। বইগুলোর দাম সাধ্যের মধ্যেই তাই হার্ডকপি কিনতে ভুলবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন