কারুশিল্পী বাংলার চিরায়ত লোকশিল্পকলার একটি আঙ্গিক-শৈলী। কারুশিল্প আজ গ্রামজীবনে হাজার হাজার মানুষের জীবন ধারণের অপরিহার্য মাধ্যম। এই যন্ত্র সভ্যতার যুগে মানুষ যেখানে তার সৃজনশীল শিল্প-কর্মের কথা ভুলে যাচ্ছে, সেখানে প্রত্যন্ত গ্রামে বসে জীবন ধারণের তাগিদে কারুশিল্পীরা প্রবহমান ধারায় তাদের শিল্পকর্মে নিযুক্ত আছেন, শিল্পী সমাজের খুব নিম্নস্তরের ধুলোমাখা শিল্পসত্ত্বার যে মানুষ, তাদের অন্তর্বেদনার কথা কতটুকু জানি আমরা। লেখক নিজে একজন কারুশিল্পী, ব্যক্তিগত জীবনে সেই শিল্পচর্চা থেকেই কারুশিল্পের প্রতি তাঁর ভাললাগা ও ভালবাসা। আর সেই ভালবাসাই মুর্শিদাবাদের কারুশিল্প নিয়ে কাজ করবার ইচ্ছাকে উসকে দিয়েছে। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার সুবাদে জেলা ও রাজ্যের নানা প্রান্তের বিভিন্ন মাধ্যমের কারুশিল্পীদের সঙ্গে পরিচিত হবার সুযোগ হয়েছে, জানা হয়েছে এই শিল্পের নানা সমস্যা সম্পর্কে। এই বই সেই যাপন ও চর্চারই ফসল।
১৩২ পাতা
ফাইল সাইজ : ১৫ এম বি
হার্ডকপি, স্ক্যান, এডিট : DSR
::: ডাউনলোড লিংক :::
লেখক সুশান্ত বিশ্বাস নিজে একজন অসাধারণ কারুশিল্পী। বহুমুখী এই মানুষটি শিল্প ও শিল্পীকে যেভাবে দেখেছেন ও সমীক্ষায় যা জেনেছেন তা নিয়ে এই বই।
বইটির একটি পরিবর্ধিত সংস্করণ "মুর্শিদাবাদের কারুশিল্প ও কারুশিল্পী" নামে নতুন করে প্রকাশিত হয়েছে। তাতে সংযোজিত হয়েছে আরও নানা তথ্য।
বইটি সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন