রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বিদ্যাসাগর - শঙ্খ ঘোষ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা নবজাগরণের একজন পুরোধা। শারীরিক আকারে ছোট্টখাট্টো এই মানুষটি ছিলেন অত্যন্ত মেধাবী, সাহসী, কর্মঠ, দৃঢ় এবং অত্যন্ত দয়ালু একজন বেক্তিত্ব। মেরুদন্ড সোজা রেখে চলা এই মানুষটি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। আজও তাই তিনি সকলের প্রণম্য। 

আজকের দিনে যখন সততার অভাব, দুর্নীতি, অন্যায় সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে তখন বিদ্যাসাগর মশায়ের এই ছোট্ট জীবনীটি মানুষকে আশার আলো দেখাবে এই আশা রাখি। 

গত ৯ আগস্ট আর জি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস অপরাধ সমাজের একটি অংশের বিপুল লোভ, লালসা, দুর্নীতির আবরণ উন্মোচন করেছে। এই অপরাধীরা আমাদের সমাজেরই অংশ তাই সমাজে ঘটা যেকোনো ঘটনার জন্য অল্পবিস্তর হলেও আমরা সকলেই দায়ী। একজন প্রতিভাবান মানুষ শহীদ হয়ে আমাদের বুঝিয়েছেন এই ফাঁক গুলো। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একজোট হয়েছে। 

তদন্ত, আইন, আদালত, সরকারি পদক্ষেপ, বিচার এগুলো সবই অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। দেরি হয়, দেরি করাও হয় ইচ্ছাকৃত। কিন্তু আমরা যেন তাঁকে ভুলে না যাই। 


হার্ড কপি, স্ক্যান, এডিট : DSR 

৫৯ পাতা 
ফাইল সাইজ : ৪.৫ এম বি


অল্পবয়সীদের জন্য একটি জীবনী সিরিজের পরিকল্পনা করেছিলেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় ১৯৫৪ সালে। সহজবোধ্য ভাষায় লিখেছিলেন সেযুগের নবীন  লেখকেরা যাঁরা পরবর্তীকালে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। স্বাক্ষর প্রকাশনা থেকে সে সময় প্রকাশিত হওয়া এই বইটি শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত বই।  স্বাক্ষর প্রকাশনা বহুদিন আগেই উঠেগেছে।  তবে বর্তমানে প্যাপিরাস থেকে বইটি প্রকাশিত হয়।  প্যাপিরাস প্রকাশিত এই জীবনী সিরিজ সমস্ত বাঙালি পাঠকদের কাছে সমাদৃত। 


পি.ডি.এফ কখনোই একটি বইয়ের হার্ডকপির সমতুল্য হতে পারেনা। তাই সুযোগ থাকলে অবশ্যই বইটির হার্ডকপি কিনে পড়ুন। আলীসাহেব বলে গেছেন - বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন